রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা।

হক জাফর ইমাম, মালদা:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা পাধ্যায়ের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সম্বন্ধে অ্যাওয়ারনেস করা ও যানবাহন সমীক্ষা করতে পথে নামলেন মালদা শহরের জালালিয়া গার্লস স্কুলের ছাত্রীরা। শুক্রবার সকাল ১১ টা থেকে মালদা শহরের ব্যস্ততম রাস্তা রাজমহল রোড এলাকার চারধারে প্রায় শতাধিক স্কুল ছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও ছাত্রীদের সাথে ছিলেন শিক্ষিকা ও। এই দিনের কর্মসূচি সম্বন্ধে মালদা শহরের জালালিয়া গার্লস স্কুলের শিক্ষিকা মৌসুমী যা জানান স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রীদের সিলেবাসে যানবহন সমীক্ষা বলে একটি অধ্যায় আছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে ছাত্রীদের অ্যাওয়ারনেস করা ও তার সাথে শহরের যানবহন সমীক্ষা করানো হচ্ছে ছাত্রীদের। আজকের কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো স্কুল ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে সচেতন করা তার সাথে শহরের যানবাহন সমীক্ষা করা।