তিন সন্তান জন্ম দেওয়ায় এপি সদস্য পদ থেকে অপসারিত হলেন নার্গিস
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
তিন সন্তানের জননী নার্গিস জাহানের ছবি
অসম প্রতিনিধি
ভাঙ্গারপার এপি সদস্য পদ খোয়ালেন কংগ্রেস দলের টিকিটে নির্বাচিত এপি সদস্যা নার্গিস জাহান। উল্লেখ্য,এ ঘটনাটি ঘটেছে বড়খলা বিধানসভা কেন্দ্রের শালচাপড়া উন্নয়ন ব্লকের ভাঙ্গারপার জিপিতে। ভাঙ্গারপার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা নার্গিস গত ২ অক্টোবর তৃতীয় সন্তানের জন্ম দেন। সেকশন ১১১(২) অসম পঞ্চায়েত অ্যাক্ট ১৯৯৪ এর মতে দুইয়ের অধিক সন্তানের জন্ম দিলে পদ হারাতে হবে,আর এ অভিযোগের সত্যতা যাচাইয়ে কাছাড়ের জেলাশাসকের তরফে গত ১৬ নভেম্বর তদন্ত করার জন্য কাছাড় জেলা পরিষদের সিইও কে নির্দেশ দেন,এতে তদন্তের শেষে এমর্মে গত ১২ ডিসেম্বর রিপোর্ট দাখিল হয় জেলাশাসকের কাছে,এতে দেখা গেছে অভিযোগের সাথে তদন্তের মিল রয়েছে। এককথায়, অভিযোগ সত্য। সেই ভিত্তিতে রোল ৬২(১)(জি) অসম পঞ্চায়েত( সংবিধান) এবং সেকশন ১১১(২) অসম পঞ্চায়েত এক্ট ১৯৯৪ এর ভিত্তিতে ভাঙ্গারপার আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদ থেকে নার্গিস জাহানকে অপসারণের নির্দেশ জারি করেন কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরী।