শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিনামূল্যে টিউশনের সুযোগ করলো পিনাকেল

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিনামূল্যে টিউশনের সুযোগ করলো পিনাকেল কোচিং সেণ্টার

গরীব মধ্যবিত্ত ছাত্রীদের মেধার বিকাশের জন্য সম্পূর্ণ বিনামূল্যে টিউশনের সুযোগ করল হাইলাকান্দি শহরের পিনাকেল পরিবার। পিনাকেল কুচিং সেন্টারের ইনচার্জ জাহিরুল ইসলাম জানান অষ্টম নবম ও দশম শ্রেনির ছাত্র ছাত্রীদের কোন ধরনের মাশুল ছাড়া সম্পুর্ন বিনামূল্যে তাদের সেন্টারের পক্ষ থেকে টিউশন করানো হবে। অভিজ্ঞতাপূর্ণ ফেকালটির হাত ধরে হাইলাকান্দির মধ্যবিত্ত এবং গরীব ছাত্র-ছাত্রীকে একি ছাতার নীচে আনতে এই পদক্ষেপ নিয়েছে পিনাকেল পরিবার। আগামী ৫ই জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে বলে জানান জাহিরুল ইসলাম।  ম্যাডিক্যাল সহ অন্যান্য উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা যাহাতে এখন থেকে প্রস্তুত হতে পারেন তার প্রতি নজর রেখে ছাত্র ছাত্রীদের বিশেষভাবে এই টিউশন চলাকালীন সময়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান।
প্রথম ব্যাচের জন্য শুধুমাত্র ৩০টা সিট খালি। আগামী ৫ই জানুয়ারি  ক্লাস শুরু হতে চলেছে।
 আগামী৩১ই ডিসেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে।

যোগাযোগ নম্বর 9083926158