সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতে পালিত বড়দিন উৎসব
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতে পালিত বড়দিন উৎসব।
সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতে পালিত হল বড়দিন উৎসব।
বুধবার সকাল থেকে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মীয় মানুষেরা। শহরের রথবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় জমে। পরিবারবর্গের সুস্থতা কামনা করে খ্রিস্ট ধর্মের মানুষেরা প্রার্থনা করেন মাদার মেরি ও যিশুখ্রিস্টের সামনে।
খ্রিস্টধর্ম ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন যিশুখ্রিস্টের সামনে। বুধবার চার্জ প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠান ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে যিশুখ্রিস্টের জন্ম দিনে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন সারাদিন ধরেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে। একে অপরকে কেক খাইয়ে বড়দিন উৎসব পালন করেন তারা।