রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ৯৫তম

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির।

ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ির ৯৬ তম জন্মদিন উপলক্ষে ৩০ নম্বর মালদা জেলা পরিষদ বিজেপি গ্রাম মন্ডল কমিটির উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় এক রক্তদান শিবির। পুরাতন মালদার বালাসাহাপুর বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের। তার পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত কুন্ডুর উদ্যোগে বালাসাহাপুর এলাকায় বাজপীয় আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। এদিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল, জেলা পরিষদ সদস্য উজ্জল চৌধুরি, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত কুন্ডু সহ অন্যান্যরা। এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। তার পাশাপাশি অটল বিহারি বাজপেয়ির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিষয়ে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত কুন্ডু জানান, অটল বিহারি বাজপেয়ির ৯৫ তম জন্মদিন উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির এর পাশাপাশি অটল বিহারি বাজপেয়ির আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। সাংসদ খগেন মুর্মু এই আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।