রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলগাপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ আজমল ফাউন্ডেশনের

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

নীচের ছবিতে কম্বল বিতর করচ্ছেন কাপনারপার পীর আলহাজ আব্দুল হেলিম বড়ভুইয়া সহ আলগাপুর জমিয়ত উলামা ই হিন্দের  কর্মকর্তারা।

নীচের ছবিতে কম্বল বিতর করচ্ছেন কাপনারপার পীর আলহাজ আব্দুল হেলিম বড়ভুইয়া সহ আলগাপুর জমিয়ত উলামা ই হিন্দের কর্মকর্তারা।

আলগাপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ আজমল ফাউন্ডেশনের 


আলগাপুরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জমিয়ত উলামা ই হিন্দের আলগাপুর মণ্ডল কমিটির উদ্যোগে কাপনারপার পীর সাহেব বাড়ীতে দুপুর ১ থেকে কম্বলগুলো বিতরণ করা হয়। প্রতি বছরেও এই ভাবে শীতে সময় আসলে কম্বল বিতর করা হয়।  প্রায় তিন শতাধিক অধিক গরিব মেহনতি এতিম ,আলগাপুরের প্রত্যেক বডিং মাদ্রাসা মাদ্রাসার পড়ুয়াদেরকে ও আলগাপুর মণ্ডল কমিটির অধিনে থাকা প্রত্যেক আঞ্চলিক কমিটিকে কম্বল বিতরণ করা হয়েছে। এদিন কম্বল বিতরন করেন কাপনারপার বর্তমান পীর সাহেব আলহাজ হজরত মাওলানা আব্দুল হেলিম বড়ভূইয়া সাহেব , আজমল ফাউন্ডেশনের কর্মকর্তা ফজলুল আলম , আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, জমিয়ত উলামা ই হিন্দের আলগাপুর মণ্ডল কমিটির সভাপতি আফতাব উদ্দিন বড়ভূইয়া, সম্পাদক আলতাফ হুসেন লস্কর । এদিন বক্তব্য রাখেন 
আজমল ফাউন্ডেশনের কর্মকর্তা ফজলুল আলম তিনি বলেন আজমল ফাউন্ডেশন অসমে নয় গোটা দেশ বিদেশে স্বকৃতি পেয়েছে। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে গরিব মানুষের পাশে আজমল ফাউন্ডেশ থাকবে। এবং আজমল ফাউন্ডেশনে সাথে ঈশা ফাউন্ডেশন যুক্ত হয়েছে তাই আজমল ফাউন্ডেশনের শিক্ষা ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনা , স্কলারশিপ, গরিব দুস্থদের মধ্যে সেলাই মিশিন, ই রিকশা ইত্যাদি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন আগীমিতে আরও বেশ কিছু উদ্যোগ দিবেন বলে জানান ফাজলুল আলম। এদিন কম্বল বিতরি সভায় উপস্থিত ছিলেন হিফজুর রাহমান মজুমদার , মাওলানা হুসাইন আহমেদ, আলী আহমেদ সামছুল ইসলাম, সেলিম উদ্দিন চৌধুরী, সহ জমিয়তের কর্মকর্তারা ।