প্রয়াত প্রবীণ বামফ্রন্ট নেতা দৌলত হোসেন
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
প্রয়াত প্রবীণ বামফ্রন্ট নেতা দৌলত হোসেন।
প্রয়াত প্রবীণ বামফ্রন্ট নেতা দৌলত হোসেন। মালদা বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর গ্রামে বাড়ি তাঁর। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৮৩ বছর। জানা গেছে, ১৯৬৬ সালে বামফ্রন্টের খাদ্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭০ সালে সিএমএম দলের সদস্য হন। তিনি বৈষ্ণবনগর এলাকা কমিটি-র সদস্য দীর্ঘদিন ধরে ছিলেন। তাঁর গ্রাম পারদেওনাপুর গ্রাম এক সময় মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত ছিল। ১৯৮৩ সালে মালদার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে তিনি মালদার রাজনীতির সঙ্গে যুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত রোগে তিনি ভুগছিলেন। গত ১৬ ডিসেম্বর মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। এদিন সকালে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বামফ্রন্টের নেতা, কর্মীরা। পরে পারদেওনাপুর গ্রামে দেহ শেষকৃত্য সম্পন্ন হয়। সিপিএম-র জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন,‘এই প্রবীণ নেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই বয়সেও তিনি নিয়মিত মিটিং, মিছিলে যোগদান করতেন।’