৭ দফা দাবিতে জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন সারাবাংলা গণতান্ত্রিক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৩ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
৭ দফা দাবিতে জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন সারাবাংলা গণতান্ত্রিক মহিলা সমিতির।
মালদা আরাপুরের টিপা জানিতে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ শনাক্ত করে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে মালদা জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল সারাবাংলা গণতান্ত্রিক মহিলা সমিতি।
সোমবার বেলা বারোটা নাগাদ, মালদা শহরের নেতাজি মোড় থেকে বামপন্থী সারাবাংলা গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। প্ল্যাকার্ড হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের মহিলারা মিছিলে পা মেলান।
মিছিল সারা শহর পরিক্রমা করে শেষ হয় জেলা পুলিশ সুপার অফিসের সামনে। সেখানে দীর্ঘক্ষন তারা অবস্থান বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশবাহিনী আগে থেকেই মোতায়েন ছিল সেখানে।প্ল্যাকার্ড হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের মহিলারা মিছিলে পা মেলান।
দীর্ঘক্ষন অবস্থানের পর সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় পুলিশ সুপারের কাছে।সংগঠনের জেলা সম্পাদিকা রুনু কুন্ডু জানিয়েছেন, দেশ ও রাজ্যে ধর্ষণ করে যুবতীদের খুনের ঘটনা বেড়েই চলেছে। হায়দ্রাবাদে ধর্ষকদের যেভাবে এনকাউন্টার করা হয়েছে, সেইভাবে মালদার টিপা জানি এলাকায় অগ্নিদগ্ধ যুবতীকে শনাক্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন।