জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ৮ নভেম্বর
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার | আপডেট: ০৭:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর। ওই দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ভাষণেই তফসিল ঘোষণা করবেন তিনি। ইসির বৈঠকে আজ রোববার এই সিদ্ধান্ত নেয়া হয়। এদিন সন্ধ্যা ৭টার দিকে ইসি সচিবালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার মেজর জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন চৌধুরী।
এর আগে, আজ বেলা ৩টার দিকে গতকালের মূলতবি হওয়া সভায় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার বিধিমালার চুড়ান্ত অনুমোদন দেয় নির্বাচন কমিশন। দুটি সভাতেই সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।