মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট।
মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সঙ্কট দেখা দিয়েছে। প্রয়োজন মতো রক্ত না পেয়ে ঘুরে যেতে হচ্ছে রোগীর আত্মীয়দের ফলে সমস্যায় পড়েছেন তাঁরা। এমনকি ডোনার জোগাড় করে নিয়ে এসে প্রয়োজনীয় রক্ত নিয়ে যেতে হচ্ছে। এই দৃশ্য মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দেখা গেল, বেশির ভাগ গ্রুপের রক্তই অমিল। মালদা থানার যাত্রাডাঙ্গার বাসিন্দা ইফতেকার আহমেদ এসেছিলেন বি পজিটিভ রক্তের জন্য। কিন্তু এক ইউনিটই রক্ত পড়ে রয়েছে ব্লাড ব্যাঙ্কে বলে জানায় ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শেষে তিনি ডোনার নিয়ে এসে ওই গ্রুপের রক্ত নিয়ে যান। এই দিন তিনি বলেন, ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব। আজকে হয়ত কোনও রকমে চালিয়ে দিলাম, কিন্তু এরপরে রক্তের প্রয়োজন হলে কী করে দেব বুঝতে পারছি না। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সময় রক্ত সঙ্কট দেখা যায়া। আর কিছুদিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবিরগুলি অনুষ্ঠিত হবে। তারপরই সব ঠিক হয়ে যাবে।