এসপির কাছে অবৈধ মদের কারবার বন্ধের আবেদন চাবাগানের মহিলাদের।
নিউজডেস্ক, মালবাজার।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
চা বাগানের শ্রমিক লাইনগুলোতে মদের অবৈধ কারবারের রমরমা নিয়ে সরাসরি পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন মালবাজার মহকুমার ওয়াশাবাড়ি চা বাগানের মহিলা শ্রমিকরা। এই বাগানের নীচ লাইনের রেনুকা লামা, রিতা ওড়াও সনিকা মুন্ডা রা মঙ্গলবার বিকেলে হাতের সামনে জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি কে পেয়ে মদের রমরমা কারবারের কথা তুলে ধরেন।
এই মদের জন্য প্রতিদিন পরিবারে তাদের যে সমস্যা ও অশান্তির মুখোমুখি হতে হয় সেগুলো সবিস্তারে তুলে ধরেন।
শুধু মদই নয়। চাবাগানে হাতি চিতাবাঘের আতঙ্ক লেগেই রয়েছে। যার ফলে প্রতিদিন অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বাগানের সব শ্রমিকেরা। মঙ্গলবার বিকালে জেলা পুলিশ সুপার অভিশেক মোদি সামাজিক সচেতনতা শিবিরে এই চাবাগানে আসেন।
পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, শ্রমিক লাইনগুলোতে অবৈধ মদের কারবার রুখতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।ওয়াশাবাড়ি চা বাগানের অফিসের সামনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে পুলিস সুপার বলেন,জেলার প্রতিটি থানা এলাকাতেই সাধারন মানুষের সমস্যা, সাইবার ক্রাইম, মানব পাচার, বন্যপ্রানী ও মানুষ সংঘাত এড়ানোর পাশাপাশি অবৈধ নেশার কারবারিদের বিরুদ্ধে সাধারন মানুষকে সচেতন করে তুলতে এ ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানগুলোতে ভালো সাড়া মিলছে বলে পুলিশ সুপার অভিষেক মোদি জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে চা বাগানের অত্যন্ত দুস্থ ১০০ টি পরিবারের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুক শেরপা, মালের এসডিপিও দেবাশীষ চক্রবর্তী, মাল থানার ওসি অসীম মজুমদার সহ ওয়াশাবাড়ি চা বাগানের ম্যানেজার রাজ কুমার মন্ডল।