শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৈদ্যুতিক খুঁটি চাপা পড়ে মৃত এক।

হক জাফর ইমাম, মালদা।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

 

 

মোটর বাইকে চেপে সড়কে আসার পথে বৈদ্যুতিক খুঁটি চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। জানা যায় সেখানে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছিল। কোনও সতর্কতা না নিয়েই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির  নাম মনোজ মন্ডল(‌৪৫)‌। বাড়ি মালদার ইংলিশবাজার থানার পিঁয়াজবাড়ি এলাকায়। তিনি বিড়ি শ্রমিকের কাজ করতেন। এদিন দুপুরের দিকে তিনি মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পিঁয়াজবাড়ির কাছে গৌড়ীয় উচ্চ বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক খুঁটির বসানোর কাজ করার সময় ঠিকাদার কর্মীদের অসতর্কতায় বৈদ্যুতিক খুঁটি টি পড়ে যায়। আর ওই সময়েই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মনোজ মন্ডল। তার ওপর খুটিটি চাপা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্থানীয়রা ক্ষোভ উগড়ে দেন ওই ঠিকাদার সংস্থার ওপর।