শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারও দিনদুপুরে জাতীয় সরক অবরোধ করলো মাকনা

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

আবারও দিনদুপুরে জাতীয় সরক অবরোধ করলো মাকনা। 

সংবাদদাতা,মালবাজার,২৭ নভেম্বর

 আবারও দিনদুফুরে জাতীয় সরক আটকে রাখলো এক বিশাল দেহী মাকনা হাতি।প্রায় ৪০ মিনিট পথের আশেপাশে দাড়িয়ে থাকে। ফলে সৃষ্ঠি হয় যান জট। থেমে সরকে চলাচল করা যানবাহন। বুধবার দুফুর দুটো নাগাদ   ঘটনাটি ঘটেছে চালসা থেকে ময়নাগুড়ি গামী জাতীয় সরকের উপর বনাঞ্চলের ভিতর। 
চালসা থেকে ময়নাগুড়ি গামী জাতীয় সরক বয়ে গেছে গরুমারা বনাঞ্চলের ভিতর দিয়ে। মাঝেমধ্যেই সরকের আশে পাশে চলে আসে বুনো হাতির দল। তখন থেমে যায় যানবাহন চলাচল। অনেকে হাতির দর্শন করে আনন্দ পান। এই রকম ভাবে বুধবার দুফুর দুটো নাগাদ এক বিশাল দেহী মাকনা হাতি রাস্তার উপর চলে আসে। দু'ধারে থেমে যায় যানবাহন। রাস্তার উপর মানুষের ভীড় জমে যায়। প্রায় ৪০ মিনিট রাস্তা ও তার আসেপাশে ঘোরাঘুরি করে আবার ফিরে বনে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়।