রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনআরসিকে হাতিয়ার করে সিপিএম ডুয়ার্সে  ঘুরে দাড়াতে চাইছে

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

এনআরসিকে হাতিয়ার করে সিপিএম ডুয়ার্সে  ঘুরে দাড়াতে চাইছে। 
সংবাদদাতা,মালবাজার,২৬নভেম্বর। এনআরসি, চাবাগানে নুন্যতম মজুরি, বেসরকারি করন এই রকম একাধিক দাবীকে সামনে রেখে ঘুরে দাড়াতে চাইছে রাজ্যের একদা শাসক দল সিপিএম। এ কথা সত্য যে উত্তরবাংলার ডুয়ার্স এলাকাকে লাল দুর্গ হিসাবে চিনতো। সমগ্র রাজ্যার সাথে উত্তরবাংলার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লাল ঝান্ডা উড়তো। চা বলয়ে ছিল বলিষ্ঠ শ্রমিক সংগঠন। কালের বিবর্তনে সেদিন আর নেই। গত এক দশক ধরে ক্রমাগত রক্ত ক্ষরনের ফলে সিপিএমের সাংগঠনিক অবস্থা তলানিতে। কিন্তু, রাজনীতি করতে হলে টিকে থাকতে হবে। টিকে থাকতে গেলে পথে নামতে হবে। সেই কারনে পুরানো জমি উদ্ধারের লক্ষে সিপিএম রাস্তায় নেমেছে। আগামী ২০২০ সালে মাল ও জলপাইগুড়িতে পৌর নির্বাচন। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবে মাঠে নামতেই হবে। এই মুহুর্তে রাজ্যে সবচাইতে বড় ইস্যু এনআরসি। এনআরসি নিয়ে সবাই উদ্বিগ্ন। এই এনআরসিকে হাতিয়ার করে ঘুরে দাড়াতে চাইছে। কয়েক দিন আগে মালবাজার ঘড়ি মোরে সিপিএমের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যুব নেতা সায়নদীপ মিত্র এই এনআরসি ইস্যু নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছিলেন। মঙ্গলবার বিকালে এই এনআরসি ইস্যু নিয়ে মেটেলি ব্লকের বাতাবাড়িতে বিরাট মিছিল বার করে সিপিএমের মেটেলি এরিয়া কমিটি। শুধু মিছিল নয় পথসভা করা হয়। সভায় একাধিক বক্তা এনআরসি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। পাশাপাশি আগামী ৫ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত উত্তরবংগ ব্যাপী পদযাত্রার পক্ষে প্রচার করা হয়। জানাগেছে, এনআরসি সহ বিভিন্ন ইস্যু নিয়ে সিপিএম কোচবিহার থেকে পদযাত্রা শুরু হবে। শেষ হবে শিলিগুড়ি বাঘাযতিন পার্কে।