ভূটানি মদ সহ ধৃত এক ব্যাক্তিকে মুক্তির দাবীতে আপগারি দপ্তরে
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ভূটানি মদ সহ ধৃত এক ব্যাক্তিকে মুক্তির দাবীতে আপগারি দপ্তরে বিক্ষোভ।
সংবাদদাতা, মালবাজার, ২৬ নভেম্বর। ভূটানী মদ সহ ধৃত এক ব্যক্তিকে মুক্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে নাগরাকাটা আবগারি দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো লুকসান গ্রামপঞ্চায়েত এলাকার মহিলারা । এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে গত সোমবার বিকেলে রাজ লামা নামে এক যুবক লুকসান সংলগ্ন ভুটান থেকে বাইকে করে দুই কার্টুন মদ নিয়ে আসছিল । সেই সময় আবগারী দপ্তরের কর্মীরা এলাকায় টহলদারি করছিলেন। পথেই তাকে ধরে ফেলে আবগারি দপ্তরের কর্মিরা । সন্ধ্যা বেলাতেই রাজবাবুকে গ্রেফতারের পর কোর্টে চালান করে দেয় আবগারী দপ্তরের কর্মিরা। ব্যাবসা নয় বিয়েতেই ব্যাবহার করার জন্য ওই মদ নিয়ে আসছিলেন বলে জানায় গ্রামবাসীরা। এবং তাকে সেই সময় তারা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু আবগারী দপ্তরের কর্মিরা তাকে না ছেড়ে কোর্টে চালান করে দেয় । এরপরই এদিন তারা মুক্তির দাবিতে আবগারী দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় । আবগারি দপ্তরের আধিকারিক রাজু নাথ অবশ্য জানান বে আইনি ভাবে নিয়ে আসা ভুটানি মদ আমরা বাজোয়াপ্ত করেছি ।ঐ ব্যক্তিকে কোর্টে চালান করা হয়েছে।