বাসস্ট্যান্ডেই এক বাস পিসে ছেছড়ে নিয়ে গেল অপর বাসের খালাসিকে
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
বাসস্ট্যান্ডেই এক বাস পিসে ছেছড়ে নিয়ে গেল অপর বাসের খালাসিকে।
বাসস্ট্যান্ডেরই এক যাত্রীবাহী বেসরকারি বাস পিসে দিল অপর বেসরকারি বাসের খালাসিকে। শুধু পিসে দেওয়াই নয়, গাড়ির নিচে আটকে থাকা দেহ নিয়ে ছেছড়ে চলে গেল আড়াই কিমি পথ। ঘটনা টি ঘটেছে মালবাজার বাসস্ট্যান্ডে জাতীয় সরকের উপর।
মঙ্গলবার বিকাল ৫টা। মালবাজার বাসস্থান তখন জমজমাট। সরকারি বেসরকারি বাস ও যাত্রী সমাগমে ভর্তি। সেই সময় জয়গাঁ থেকে শিলিগুড়ি গামী এক বেসরকারি বাস স্ট্যান ছেড়ে জাতীয় সরকে সবে উঠবে। সেই বাসের খালাসি রাস্তায় দাড়িয়ে বাসকে ইশারা করছে। একই সময় জলপাইগুড়ি থেকে মালবাজার গামী অপর একটি বেসরকারি বাস মালবাজার বাসস্ট্যান্ডে ঢুকতে যাচ্ছে। আচমকা জলপাইগুড়ি -- মালবাজার গামী বাসটি জয়গাঁ-- শিলিগুড়ি গামী বাসের খালাসিকে ধাক্কা মারে। খালাসি রাস্তায় ছিটকে পড়ে। সবাই হই হই করে ওঠে। জলপাইগুড়ি -- মালবাজার গামী বাসের চালক না দাড়িয়ে সোজা খালাসির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গাড়ির কোন কিছুতে খালসির দেহ আটকে যায়। ওই অবস্থায় বাসটিকে প্রায় আড়াই কিমি চালিয়ে নিয়ে যায়। পরে পিছন থেকে পুলিশ ও স্থানীয় লোকজন বাইক চালিয়ে ধাওয়া করে বাসটি আটক করে। তখনও দেহ বাসের নিচে আটকা রয়েছে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় বাসস্থান এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা দোকানদার উপেন্দ্র পন্ডিত, প্রদীপ দাস, সঞ্জিত রায়, মুখেস সিংরা জানায়, বাসস্ট্যান্ডে ধাক্কা মেরে বাসটি দেহ নিয়ে প্রায় আড়াই কিমি দূরে ওভারব্রিজ পর্যন্ত নিয়ে যায়।জানাগেছে, মৃত খালাসির নাম জানা যায়নি। স্থানীয়রা জানায়, বাড়ি নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চাবাগানে। আজই কাজে যোগ দিয়েছিল। পুলিশ ঘা