রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ পৌরসভা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রোববার

মালদা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ পৌরসভা এবং জেলা প্রশাসনের।


মালদা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিলো মালদা ইংরেজবাজার পৌরসভা এবং মালদা জেলা প্রশাসন। শহরের পাঁচটি জায়গায় ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হবে ট্রান্সফার স্টেশন। এই মর্মে রবিবার সকালে জেলাশাসকের একটি প্রতিনিধি দল এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। শহরের মকদমপুর এলাকা, বিবেকানন্দ স্কুলের মাঠ, ফোয়ারা মোড়ের পুরাতন হাসপাতাল চত্বর সহ মোট নয়টি জায়গা পরিদর্শন করা হয়। এই বিষয়ে মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ এবং বি,এল, আর, ও অনন্যা দত্ত জানান, শহরে অবস্থিত মোট নয়টি জায়গা আজ পরিদর্শন করা হয়। চিহ্নিত জায়গাগুলি ঠিকঠাক থাকলে আইনি প্রক্রিয়া মেনে তৈরি করা হবে ট্রান্সফার স্টেশন। শহরের বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা গুলি ই- রিক্সার মাধ্যমে মাধ্যমে ফেলা হবে এইখানে। এবার সেখান থেকে এই নোংরা আবর্জনা গুলি গার্বেজ নিয়ে যাওয়া হবে। এর ফলে শহরকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে বলে আশা প্রকাশ করেন তারা।