হাইলাকান্দির জাকির হোসেন আইআইটি-তে অর্থবিজ্ঞানে গবেষণার সুযোগ পেল
দিদারুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২৮ এএম, ২৪ নভেম্বর ২০১৯ রোববার
হাইলাকান্দির জাকির হোসেন আইআইটি-তে অর্থবিজ্ঞানে গবেষণার সুযোগ পেলেন
দেশের ঐতিহ্যবাহী প্রযুক্তি ও কারিগরি শিক্ষা সংস্থা আই.আই.টি. রুড়কি-তে অর্থনৈতিক বিষয়ে গবেষণার সুযোগ পেলেন হাইলাকান্দি জেলার জাকির হোসেন মজুমদার।
জাকির আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে পি এইচ ডি-র প্রস্তুতি শুরু করেন এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হন।
তিনি "Impact assessment of MGNREGA on Poverty alleviation" নিয়ে রিসার্চ করবেন।
উল্লেখ্য, হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির কাপনারপার গ্রামে তার বাসস্থান। বাবা মইনুল হক ও মাতা আমিনা বেগমের সুসন্তান তিনি।
তার প্রাথমিক শিক্ষা শুরু হয় আলগাপুর মকতব স্কুল থেকে। অতঃপর কাপনারপর এম.ই. স্কুল, আলগাপুর আদর্শ বিদ্যাপীঠ হয়ে এস.এস কলেজ পর্যন্ত পৌঁছে তার যাত্রা। উচ্চ শিক্ষা অর্জনের উৎসাহ-উদ্দীপনা তাকে অস্থির করে তোলে শিক্ষার ক্ষেত্রকে আরও বিস্তার করে তুলতে। এই বুকভরা আশাকে সফলতার মুখ দেখাতে তার অপূর্ব প্রচেষ্টা তাকে পৌছায় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর সহ জাতীয় যোগ্যতা বাছাই পরীক্ষাও(NET) উত্তীর্ণ হন।
গ্রাম্য এক দরিদ্র পরিবারে লালিত হওয়া জাকির তার এই সফরে বাঁধার সকল পাহাড় ডিঙিয়ে প্রমাণিত করলেন যে, ইচ্ছা থাকলে সবই সম্ভব। কেবল সেই ইচ্ছাকে হৃদয়ে রেখে পূর্ণোদ্দমে আগ বাড়তে হয়। এতে দারিদ্রতা, ঊর্ধ্বতনের দ্বিচারিতা কিছুই রুখতে পারে না।
জাকির হোসেনের মূল লক্ষ্য সমাজের গরীব শ্রেণীর দুস্থ মানুষদের আর্থিক ও শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে সামর্থ্য করে তোলা। এজন্য তিনি জুড়ে আছেন বরাক উপত্যকার এক বিশেষ সামাজিক সংগঠন "উড়ান শিক্ষা ও গবেষণা সংস্থার"(UREF) সাথে সম্পাদক হিসাবে। তার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে, শিক্ষার প্রচার-প্রসার ঘটাতে বরাকের পিছপড়া বেশ কয়েকটি গ্রামে চলতি বছরে তিনি বিবিধ কর্ম আঞ্জাম দেন। এই সাফল্য কেবল তার নিজের নয়, বরং এর মাধ্যমে তিনি এখন বরাকের শতসহস্র নওজোয়ানদের অনুপ্রেরণা।
তার এই সফলতায় কেবল পরিবারে নয়, বরং তার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও গ্রামবাসী সহ পুরো জেলায় খুশির এক রমরমা। চতুর্দিক থেকে তাকে জানানো হচ্ছে উষ্ণ অভিনন্দন।