রতনপুর ব্রিজের নিচে থেকে মেশিন দিয়ে বালু খনন,সরব অসম জাতীয় সেনা
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলচ্ছেন জাতীয় সেনার হাইলাকান্দি জেলার কর্মকর্তারা
অসম প্রতিনিধি
রতনপুর ব্রিজের নিচে থেকে মেশিন দিয়ে বালু খনন চলছে, সরব অসম জাতীয় সেনার
কাটাখাল নদীর রতনপুর ব্রিজের নিচে থেকে
বালু মাফিয়ারা অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করেছেন, এ ব্যাপারে দীর্ঘদিন ধরে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ করে আসলেও বিভাগীয় তরফ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্ৰহণ করা হয়নি। অসম জাতীয় সেনা নামক সেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ এইভাবে মেশিন দিয়ে বালু খনন করার কারণে ব্রিজের অনেক ক্ষতি হয়েছে তাই শীঘ্রই ব্রিজের নিচ থেকে মেশিন তুলে নেওয়ার দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। একটি ব্রিজ নির্মাণ করতে সরকার কোটি কোটি টাকা খরচ করেছে জনগণের সুবিধার জন্য কিন্তু দুএকজন লোকের ব্যক্তিগত স্বার্থ আদায়ের জন্য এধরনের কাজ মোটেও মেনে নিতে পারবেন না সংগঠনের কর্মকর্তারা । এবিষয়ে রাজ্যের বনমন্ত্রী ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অসম সেনার হাইলাকান্দি জেলা কমিটির হাইলাকান্দি জেলা সভাপতি জিয়াবুর রহমান লস্কর,সাধারণ সম্পাদক ইমদাদুল হক বড়ভূইয়া, কার্যকারী সভাপতি নূর হোসেন লস্কর সহ সংগঠনের কর্মকর্তারা।