মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিতে রোহিঙ্গাসহ আহত ২
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার রহমতের বিল এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ডের (বিজিপি)গুলিতে রোহিঙ্গাসহ দুজন আহত হয়েছে।বোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।তাদের উখিয়ার কুতুপালং রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা নুরুল ইসলাম (১৮)ও স্থানীয় জয়নাল আবেদিন (১৩)। এর আগে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে পরে রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম পরিবারের সঙ্গে কক্সবাজারের পালিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সীমান্ত লাগোয়া উখিয়ার বালুখালীর রহমত বিল এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে রাখাল হিসেবে কাজ করে রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম।প্রতিদিনের মতো রোববারও সীমান্ত এলাকায় গরু চরাতে যায় তিনিসহ স্থানীয় যুবক জয়নাল আবেদিন ।এ সময় সীমান্তের ওপার থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের গুলি করে।খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে বিজিপি।পরে তাদের উদ্ধার করে উখিয়ার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল জানান,উখিয়া সীমান্তের জিরো পয়েন্টের ওপার থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কয়েক দফা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হয়।এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।
উখিয়া থানার ওসি তদন্ত খায়রুজ্জামান বলেন,গুলিবর্ষণের ঘটনায় একজন আহত হওয়ার খবর পেয়েছি।বিষয়টি খতিয়ে দেখা হবে।