হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে বেহাল রাস্তার কারণে বিপাকে সাধারণ মানুষ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১২ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে বেহাল রাস্তার কারণে বিপাকে সাধারণ মানুষ।
হরিশ্চন্দ্রপুর রামবিধু মোর হইতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক পর্যন্ত বেহাল রাস্তার কারণে বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ।গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের কোনো হেলদোল নেই, প্রশাসনকে জানিয়ে দেওয়ার পরও প্রশাসন কোনরকম পদক্ষেপ নিচ্ছে না । এ রাস্তা দিয়ে যেতে হয় ব্লক, হাই স্কুল, দৈনন্দিন বাজার, কাউয়ামারী গ্রাম ।একটিমাত্র রাস্তা, বৃষ্টির সময় জল জমে থাকে, নেই কোন জল নিকাশি ব্যবস্থা, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, হাসপাতাল রোগীদের ও ।গ্রামবাসী প্রবীণ কেডিয়া জানান এই রাস্তা অনেক প্রয়োজন, এ রাস্তা দিয়ে যেতে হয় স্কুল, ব্লক, হাসপাতাল, দৈনন্দিন বাজার।
প্রশাসনকে জানিয়েছি অনেকবার কিন্তু কোন কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু আশ্বাস দিচ্ছে প্রশাসন ।হরিশ্চন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদ বলেন এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে স্কুল যেতে হয় বাচ্চাদের, পাশে রয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক, আর সেই রাস্তা ধরে যেতে হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, দৈনন্দিন বাজার ও, আমরা স্কুলের পক্ষ থেকে অনেকবার প্রশাসনকে জানিয়েছি এ রাস্তার ব্যাপারে, স্কুলপড়ুয়াদের আস্তে অনেক রকম অসুবিধা হয়, বৃষ্টির সময় জল জমে থাকে রাস্তাতে , এই রাস্তা যদি হয় তাহলে অনেক সাধারণ মানুষ উপকৃত হবে ।
পঞ্চায়েত মেম্বার বাবন মল্লিক জানান এই রাস্তার ব্যাপারে প্রশাসনের সাথে আলোচনা করা হয়েছে, জনসাধারণের যাতে কোনরকম সমস্যা না হয় সেই আশ্বাস প্রশাসনের তরফ থেকে পেয়েছি, খুব শীঘ্রই রাস্তা হয়ে যাবে |
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান গ্রামবাসীর অভিযোগ পেয়েছি, রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটাই আমরা দেখছি |