রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেট পরীক্ষা আবার অনুষ্ঠিত করার দাবি পাথারকান্দি ব্লক আমসার

দিদারুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার

টেট পরীক্ষা আবার অনুষ্ঠিত করার দাবি পাথারকান্দি ব্লক আমসার।        
                                               
গত ১০ নভেম্বর আসামে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার পাশাপাশি পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন দিয়ে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্যে সেবা বোর্ড  এই অভিযোগ আমসার। তাছাড়া এইবার পরীক্ষার্থীরা নিজের উত্তরপত্রে নাম ও ফটো দিতে হয়েছে। এই বিষয় টি রাজ্য স্থরের কোন পরীক্ষায় এক সন্দেহজনক সিদ্ধান্ত।এই দুর্নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে ইতিমধ্যে প্রতিবাদের ঢেউ উঠেছে।কিন্তু এখন অবধি আসামের শিক্ষা বিভাগ শিক্ষামন্ত্রী এনিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তাই পাথারকান্দি ব্লক আমসার সভাপতি আকবর হুছাইন তিনি এই ঘটনার জন্য আসাম সরকারের দুর্বল শিক্ষানীতির সমালোচনা করে বর্তমান শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য কে একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী আখ্যায়িত করে উনার পদত্যাগের দাবি উত্থাপন করেন। তার সাথে সাথে খুব শীঘ্রই এই টেট পরীক্ষা বাতিল করে নতুন করে টেট পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি। এবং এই দুর্নীতিতে কে বা কারা জড়িত এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা সহ এই দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্ত ঘোষণা করা হোক। নাম ও উত্তরপত্রে ফটো দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানায় আমসা। উদয়মান তরুণ শিক্ষাবিদদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা পাথারকান্দি ব্লক আমসা কখনো বরদাস্ত করবে না। অন্যথায়  পাথারকান্দি ব্লক আমসা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।