পাইপলাইনের তেল চুরি চক্রের ৪ পান্ডা গ্রেপ্তার বাকিদের খোঁজ চলছে
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার
পাইপলাইনের তেল চুরি চক্রের ৪ পান্ডা গ্রেপ্তার বাকিদের খোঁজ চলছে।
সংবাদদাতা,মালবাজার,১৬নভেম্বর
ডুয়ার্সের মাটির নিচ দিয়ে বয়ে গেছে তেল কোম্পানির পাইপ লাইন। এই লাইন দিয়ে আসাম থেকে বিহারের বরৌনি অশোধিত জ্বালানী তেল প্রবাহিত হয়। এই পাইপ লাইন ফুটো করে অশোধিত জ্বালানী তেল চুরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে মাল থানার পুলিশ। তেল চুরি চক্রের বাকি পান্ডাদের খোঁজ।
পুলিশ সুত্রে জানাগেছে,মাদারিহাটের তেল কোম্পানির অতিরিক্ত মুখ্য বাস্তুকার (অপারেশন) এক লিখিত অভিযোগ করে মাল থানায় জানায় যে তাদের পরিদর্শনে ধরা পড়েছে মাল ব্লকের রানীচেরা চাবাগানের কাছে পাইপ লাইন ফুটো করে অশোধিত জ্বালানী তেল চুরি হয়েছে।
পুলিশ এই ঘটনার তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে অসিত ঘোষ এবং ডুয়ার্সের বানারহাট এলাকা থেকে বিষু উড়িয়া নামের দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের ৫ দিনের রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করে পুলিশ জলপাইগুড়ি শহরের ৫ নম্বর গুমটি এলাকার রোশন দাস নামে একজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে অশোধিত জ্বালানী তেল(২.৫ড্রাম) ৬টি খালি ড্রাম ও পাইপ উদ্ধার করা হয়। রোশনকে জিঞ্জাসাবাদ করে ফরিদ নামের এক জনের খোজ পায়। তাকেও পুলিশ গ্রেপ্তার করা।
পুলিশের এক আধিকারিক জানায়, কোন এক চক্র এই কাজ করছে। তারা আলিপুরদুয়ার এলাকায় এজাতীয় কাজ করে। বাকি দের খোঁজ চলছে।
অন্য এক সুত্র থেকে জানাগেছে, গ্রেপ্তার হওয়া অসিত ঘোষ বিজেপির নিউ জলপাইগুড়ি এলাকার শ্রমিক নেতা।