শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ।

হক নাসরিন বানু, মালদা:
শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে পড়েছে সাধারণ মানুষ।হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে অবস্থিত ডেলি বাজার সেখানে বসে দৈনন্দিন বাজার, এছারাও মালদা জেলার ডেলি বাজার গুলির অবস্থা একই রকম। বাজার করতে আসা এক ক্রেতা উজ্জল সাহা জানান আমরা গরিব মানুষ, আগে এক কিলো করে আমরা বাজার করতাম, এখন শাকসবজি যে আকাশছোঁয়া দাম তার জন্য এখন আমাদের সবজি কেনা অসম্ভব হয়ে গেছে, আড়াইশো গ্রাম করে নিয়ে যাই সেটাতেই কোন রকম রান্না করে খেতে হচ্ছে, সবজির দাম বাড়ছে স্টক করছে ব্যবসায়ীরা তার জন্য সেটাই বন্ধ করতে হবে, তাহলে শাকসবজির দাম স্বাভাবিক ভাবে কমে যাবে। মালদা নেতাজি কমার্শিয়াল বাজারের বিক্রেতা রাজু সেখ জানান সবজির বাজার পুরো আকাশছোঁয়া, আমরাতো বিক্রেতা কি করব আমরা কিনে আনছি আর সেটাই সবজি বিক্রি করছি, আলুর গোডাউন থেকে নিয়ে শুরু করে সব জায়গায় ব্যবসায়ীরা স্টক করছে, এই স্টক করার ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অতিসত্বর সরকারকে দেখা উচিত বিষয়টি সাধারণ মানুষের স্বার্থে।