বুলবুল তান্ডবে ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে ভারত সেবাশ্রম সংঘ।
নিউজ ডেস্ক। দক্ষিণ চব্বিশ পরগণা।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার
বুলবুলের তান্ডবের পর থেকেই সেবা মূলক সংস্থা ভারত সেবাশ্রম সংঘ ক্ষতিগ্রস্ত মানুষদের সেবায় ঝাঁপিয়ে পড়েছে। সংঘের সন্ন্যাসীরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় দুর্গত মানুষদের শুকনো খাবারের পাশাপাশি সংঘের কার্যালয়গুলোতে রান্না করে খাবার দেওয়ার কাজ শুরু করে। বুলবুল ঘুর্নিঝড়ের আগে থেকেই সাগরদ্বীপের বিভিন্ন এলাকায় সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা পৌঁছে উদ্ধারকাজ ও সেবা শুরু করে দেন। গত দুদিনে সেখানে ত্রাণ বিতরণের পর পুনরায় সোমবার সকালে কলকাতা থেকে ভারত সেবাশ্রম সংঘের একদল সন্ন্যাসী চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গোসাবা, নামখানা, মইপিঠ, ব্রজবল্লভপুর প্রভৃতি এলাকায় সামগ্রী নিয়ে ত্রাণ বিতরন করেন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান দুর্গতদের শুক্রবার শুকনো ও রান্নাকরা খাবার দেওয়ার পাশাপাশি তাদের নতুন করে যাতে বাসস্থান তৈরি করে দেওয়া যায় সে ব্যাপারে কাজ শুরু করেছে সংঘ।