শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৌদিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দেওরের বিরুদ্ধে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

বৌদিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দেওরের বিরুদ্ধে।

হক নাসরিন বানু, মালদা:
বৌদিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তোলেন আক্রান্ত গৃহবধূ। আক্রান্ত গৃহবধূর বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত হয়েছেন তার স্বামীও। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মোথাবাড়ি থানার মেহেরাপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ অভিযোগ তার স্বামী মনোজ মণ্ডল অভিযুক্ত দেওর বঙ্কিম মন্ডলের কাছ থেকে গত দেড় বছর আগে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করতে না পারায় এই দিনের ঘটনার আগেও কয়েকবার মারধর করা হয় তাদেরকে। সোমবার রাতে অভিযুক্ত দেওর আবার টাকা শোধ করার কথা বলেন। টাকা না দিতে পারায় ঘরে ঢুকে তাকে মারধর করা হয় তার মাথায় শাবল দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তার স্বামী ও দুই বছরের শিশুটি রক্ষা পায়নি অভিযুক্তদের হাত থেকে। দেওরের সাথে পরিবারের অন্য সদস্যরাও তাদেরকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এরপর গ্রামবাসীদের ডেকে কোনোক্রমে বাঁচেন তিনি। এরপর গ্রামবাসীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ভর্তি করেন। আক্রান্ত গৃহবধূর মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করার কথাও তিনি জানান।