মালদা জেলা পুলিশ সুপারের নির্দেশে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ বিলি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
মালদা জেলা পুলিশ সুপারের নির্দেশে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ বিলি।
মালদা:
মালদা জেলা পুলিশ সুপারের নির্দেশে ও রতুয়া থানার পুলিশের সহযোগিতায় রতুয়া-১ ব্লকের বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় । এদিন উপস্থিত ছিলেন মালদা রতুয়া থানার ওসি কুনাল কান্তি দাস, এস আই শীতল প্রসাদ ঝা, এস আই অভিজিৎ ভৌমিক সহ অন্যান্য পুলিশকর্মীরা। রতুয়া থানার ওসি কুনাল কান্তি দাস জানান কিছুদিন আগে মালদা রতুয়ার কাহালা সূর্যপুরের ফুলহর নদীর বাঁধ ভেঙে রতুয়া-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও কিছু এলাকা জলমগ্ন রয়েছে, তাই জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়ার নির্দেশে কাহালা, মহানন্দাটোলা ও রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০০ জন বন্যাদুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।