খাদ্য সামগ্রী বোঝাই লরি থেকে ২৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার সহ গ্র
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
মালদা;
সোমবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের গাজোল মোড় থেকে খাদ্য সামগ্রী বোঝাই একটি লরি থেকে ২৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করলো নারকটিক কন্ট্রোল ব্যুরো। এই বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের কারবারের অভিযোগে ওই ট্রাক চালক ও সহকারি চালককে গ্রেফতার করে এনসিবি। পাশাপাশি এক যুবককে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
এনসিবি সূত্রে জানা গিয়েছে, তারা গোপন সূত্রে খবর পায় খাদ্য সামগ্রী বোঝাই একটি ট্রাকে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে গাজোলের দিকে। এনসিবির কলকাতা জোনাল ইউনিটের একটি দল ৩৪ নম্বর জাতীয় সড়কের গাজোল মরে ট্রাকটিকে আটক করে। খাদ্য পণ্য সামগ্রী সরাতেই দেখা যায় সেই ট্রাকের মধ্যে থরে থরে সাজানো রয়েছে ফেনসিডিল কাফ সিরাপ। ২৫০ টি প্যাকেটে ২৫ হাজার ফেনসিডিল উদ্ধার করে এনসিবি। এই ঘটনায় ট্রাক চালক পঙ্কজ মিশ্র ও সহকারি চালক কমলেশ মিনজিহিকে গ্রেফতার করে এনসিবি। শুধু তাই নয়, ওই সিরাপ সংগ্রহ করতে ঘটনাস্থলে এসেছিলেন সমু সরকার নামে এক যুবক। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।