শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালীপূজা উপলক্ষে ৩২ প্রহর প্রতিযোগিতা মূলক মনসামঙ্গল কীর্তন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

কালীপূজা উপলক্ষে ৩২ প্রহর প্রতিযোগিতা মূলক মনসামঙ্গল কীর্তন।

 

হক নাসরিন বানু, মালদা:
কালীপূজা উপলক্ষে ৩২ প্রহর প্রতিযোগিতা মূলক মনসামঙ্গল কীর্তন অনুষ্ঠান শুরু হলো মালদা জেলার ভূতনি থানা এলাকার শঙ্করটোলা গ্রামে।বৃহস্পতিবার সকালে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ আরম্ভ করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এই দিনের অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন, ভূতনি থানার ওসি অভিষেক তালুকদার, জেলা পরিষদের সদস্যা ডলীরানী মন্ডল,বিশিষ্ট সমাজসেবী দিলীপ মন্ডল সহ এলাকার জনসাধারণ।এবছর ষষ্ঠ তম বর্ষ। এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানান,এই মতো অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে।দুর্যোগকে মোকাবিলা করে প্রতিবছরের মতো এবারও এই মনসামঙ্গল কীর্তন অনুষ্ঠান হচ্ছে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে মনসা কীর্তন দলেরা আসে।প্রতিযোগিতা মাধ্যমে শেষ দিনে পুরস্কৃত করা হয়।এই মতো অনুষ্ঠান দীর্ঘজীবী হোক তার জন্য আমার সহযোগিতা থাকবে।