শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:০৫ এএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলা


হক নাসরিন বানু, মালদা:


পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলার ঘটনায় অতঙ্কে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ-‌সহ কর্মীরা। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পাম্পের মালিকসহ কর্মীরা। পুরাতন মালদার মঙ্গলবাড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে পেট্রলপাম্প কর্তৃপক্ষের তরফ থেকে। ঘটনা সম্পর্কে মালদা থানার পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরের দিকে অভিযুক্ত দুষ্কৃতী অঞ্জন হালদার একটি লোহার রড নিয়ে ওই পাম্পে হাজির হয়। এরপর অকারণে পাম্প-‌কর্মীদের অস্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে তার হাতের লোহার রড নিয়ে ভাঙচুর শুরু করে। পাম্পের ২ মালিক রাজকুমার সাহা ও পলাশ সাহা জানান,‘‌অভিযুক্ত অঞ্জন হালদার অকারণে আমাদের পাম্পে এসে এদিন ভাঙচুর চালায়। মারধরের হুমকি দিয়ে যায়। এমনকী পুলিশে জানালে মেরে ফেলার হুমকিও দিয়ে যায় সে। এই অবস্থায় আমরা নিরপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগা দায়ের করেছি।পুলিশ অভিযুক্তকে খুঁজছে। এই দিনের দিন দুপুরে দুষ্কৃতী হামলার প্রতিবাদ সম্পর্কে মালদা ব্যবসায়ী সমিতির নেতা তথা বিশিষ্ট শিল্পপতি উজ্জল সাহা জানান সোমবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবারি এলাকায় ভারত পেট্রোলিয়ামের এসকে নাত অ্যান্ড কোম্পানি নামক পেট্রোল পাম্পে দুস্কৃতিকারীরা হামলা করেছে যা আমরা স্বচক্ষে দেখেছি সিসিডি ক্যামেরার ফুটেজ। যে সমস্ত দুস্কৃতিকারীরা হামলা করেছে আমরা তীব্র নিন্দা করছি। তার সাথে অবিলম্বে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে মালদা জেলা পুলিশের দ্বারস্ত হয়েছি। কোনমতেই মালদা জেলাতে কোন ব্যবসায়ী বন্ধুর সাথে কোন দুষ্কৃতী হামলা মালদা ব্যবসায়ী সমিতি কোনভাবেই মেনে নেবে না। উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি মালদা জেলা প্রশাসন কে।