ক্ষুদে সমর্থকের পর সিলেটের মাঠে কুকুরের অনুপ্রবেশ!
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৪:১২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
চলমান সিলেট টেস্টের প্রথম দিন খেলা চলাকালীন সময়ে মাঠের ভেতরে প্রবেশ করে বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে এক ক্ষুদে সমর্থক। এ ঘটনা রেশ কাটতে না কাটতেই আজ খেলার মাঠে কুকুরের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে!
রোববার (৪ নভেম্বর) ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের ইনিংসের দশম ওভার চলাকালীন সময়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
দশম ওভারে চাতারার প্রথম বলে চার মারেন নাজমুল হোসেন শান্ত। তার পরের বলে কোনো রান হয়নি। ঠিক এই সময়ে একটি কুকুর মাঠের ভেতর প্রবেশ করে খেলার ব্যাঘাত ঘটায়। মাঠময় কুকুরটি ঘুরে বেড়াতে থাকে। জিম্বাবুইয়ান ফিল্ডাররা কুকুরটি তাড়া করলে একটা সময় সে মাঠ ছাড়তে বাধ্য হয়।
প্রসঙ্গত, শনিবার (৩ নভেম্বর) ম্যাচের প্রথম দিন লাঞ্চের পর জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৪৮তম ওভারে বোলিং শেষ করেন অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। এরপরই নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে গ্যালারিতে থাকা এক ক্ষুদে সমর্থক মাঠের ভেতর দৌড়ে প্রবেশ করে এবং মুশফিকুর রহিমকে পেয়ে জড়িয়ে ধরে।
এরপর নিরাপত্তারক্ষীরা দৌড়ে গিয়ে ওই ক্ষুদে সমর্থককে টেনে-হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যায়। এ ঘটনা উপস্থিত দর্শক থেকে শুরু করে টিভি সেটের সামনে বসা দর্শকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
পরে জানা যায় ক্ষুদে সেই ক্রিকেট সমর্থকের নাম সাইফুল আলম অনিক। সপ্তম শ্রেণি পড়ুয়া এই স্কুলছাত্র মুশফিকের চরম ভক্ত হওয়াতেই মাঠে ঢুকে তাকে জড়িয়ে ধরে।