শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

টোটো ও ই রিক্সা চালক ইউনিয়ন ইউ টি ইউ সির পক্ষ থেকে পথ অবরোধ।

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

টোটো ও ই রিক্সা চালক ইউনিয়ন ইউ টি ইউ সির পক্ষ থেকে পথ অবরোধ।


হক নাসরিন বানু, মালদা:
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ পুরাতন মালদা মঙ্গলবাড়ী বুলবুলি মরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন আরএসপির শ্রমিক সংগঠন ইউ টি ইউ সির মালদা টোটো ও ই রিক্সা চালক ইউনিয়ন এর কর্মীরা। এই অবরোধে নেতৃত্ব দেন মালদা জেলা আরএসপি সংগঠনের জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে মহাশয় ।আজকের এই অবরোধে প্রায় শতাধিক টোটো চালকরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, তাদের একটাই দাবি " কাজ দাও অথবা জেল দাও নইলে  ইংলিশ বাজার শহরে টোটো চালাতে দাও " এই এই শ্লোগানকে  সামনে রেখে প্রায় আধাঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে টোটো চালকরা। আরএসপি  নেতা সর্বানন্দ পান্ডের দাবি যেসব  টোটো চালক রয়েছে তাদের বিনা কারণে পুলিশ হয়রানি করছে ,জুলুমবাজি করছে, তাদের টোটো ধরে দীর্ঘদিন ধরে আটকে রেখে দেয় এর ফলে টোটো চালকরা কর্মহীন হয়ে পড়ে এবং তারা অনাহারে দিন কাটাচ্ছে। পাশাপাশি আরও অভিযোগ করেন যে ,ইংলিশ বাজারের ট্রাফিক ওসি যিনি রয়েছেন তিনি টোটো চালক দের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এই অবরোধ ব্যাপারে আজকে নাকি তাকে হুমকি দেওয়া হয়েছে ,  পুলিশের ভয় দেখানো হয় তাই তার দাবি যে পুলিশকে সে ভয় পায় না নিরীহ অসহায় টোটো চালকদের জন্য তারা রাস্তায় নেমেছে ,আগামী দিনে আরও যদি বৃহত্তর আন্দোলন করতে হয় তিনি করবেন কারণ তিনি পুলিশ প্রশাসনকে ভয় করেন নাসাধারণ মানুষের ন্যায্য দাবির জন্য তিনি এই আন্দোলন করছেন।এই অবরোধের ফলে  ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয়। অবরোধকে কেন্দ্র করে মালদা থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং মালদা থানা পুলিশ প্রশাসনের আশ্বাসে টোটো চালকরা তাদের অবরোধ তুলে নেয়।