১০৮ টি মড়ার খুলির বেদির উপর পূজিত হন বীরভূমের তাঁতিপাড়ার মা কালী
সোমনাথ দে, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৪ এএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের মিরপুর পাড়ার তিনশ বছরের প্রাচীন তেওয়ারি কালী আজও পূজিত হয়ে আসছেন ১০৮ টি মৃত মানুষের মাথার খুলির বেদির ওপর। মন্দির কমিটির প্রভাকর দাস ও বাসুদেব দাস জানান গুজরাটের একজন সাধু পতি আমাবস্যায় বক্রেশ্বর মহাশ্মশান থেকে একটা করে মৃত মানুষের মাথার খুলি নিয়ে আসতেন এই মিরপুর পাড়ায়। তারপর যখন ১০৮ টি খুলি তিনি জোগাড় করেন। সেই সময় পাড়ার মানুষজনের সাথে আলোচনা করে বেদি তৈরি করেন। এই বেদী তৈরির পরই কালীর পুজো সূচনা করেন। যা আজও আড়ম্বর সহকারে চলে আসছে ।