শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুনে ভস্মীভূত ছয়টি বাড়ী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০০ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুনে ভস্মীভূত ছয়টি বাড়ী

হক নাসরিন বানু, মালদা:
বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুনে ভস্মীভূত হল ছয়টি বাড়ী। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯ টা ১৫ নাগাদ মালদা ইংরেজবাজার ব্লকের কাজি গ্রাম অঞ্চলের রামেশ্বরপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সাধারণ মানুষ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল ৯ টা ১৫ নাগাদ কাজি গ্রাম রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা নিমাই তাহার বাড়িতে গ্যাসের উননে রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করতে শুরু করে এবং খুব দ্রুত আগুন এলাকায় ছড়িয়ে যায়। একের পর এক প্রায় ছটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়। তবে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই দিনের ঘটনা সম্পর্কে কাজী গ্রাম পঞ্চায়েত উপ প্রধান মন্টু ইসলাম জানান রামেশ্বরপুর এলাকার বাসিন্দা নিমাই সাহার বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছে সাথে সাথে গ্রামের আরো কয়েকটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। আমি দ্রুত বিডিও সঙ্গে দেখা করে সমস্ত কথা বলেছি। তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন।