রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবেশিকা পরীক্ষার রেকর্ড কালিয়াচক থানার টপারস পাবলিক স্কুলের

সানাউল্লাহ আহমেদ, কালিয়াচক মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০১ এএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

সৎ চিন্তাশীল মানুষের উপর সৃষ্টিকর্তার এক অন্যরকম রহমত নাজিল হয়,তা না হলে পৃথিবীতে খুব কমই মানুষ আছেন যারা সৎ চিন্তা ভাবনা করে নিকট ভবিষ্যতকে নিয়ে আগামী জীবন যাত্রাকে সুখ ও শান্তিময় ভাবে গড়ে তোলার জন্য জাতির জন্য,জাতির কথা,সুচিন্তাশীল মানুষের জন্য চড়াই উৎরাই পথের পথিক হয়ে সমস্ত প্রকার জ্ঞানগরীমাকে একাত্ববদ্ধ করে এক জায়গায় গড়ে তোলার জন্য একটি প্রগতিশীল শিক্ষাপ্রতিষ্ঠানের কথা ভেবে  এইবছর কালিয়াচক থানার অন্তর্গত সাহাবাজপুর ভায়া হাড়ুচকে গড়ে উঠেছে একনিরিবিলি মনোরম পরিবেশে টপারস পাবলিক স্কুল। চলতি বছর ২০২০ শিক্ষাবর্ষের ২০ অক্টোবর প্রবেশিকা পরীক্ষা গ্ৰহণ করা হয় সেইদিনেই চারটি কেন্দ্র মোট ৪৭৩৭জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে যা কালিয়াচক থানার বুকে একটি বিস্ময় কর রেকর্ড  যা এখন পর্যন্ত  কোনো আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে হয়নি।কালিয়াচক থানাতে একটা সময় ছিল যাদের হাতে পয়সা ছিল কিন্তু পরিবেশ ছিল না আবার পরিবেশ ছিল কিন্তু পয়সা ছিল না এই দুটানার কথা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভাবলেও টপারস পাবলিক স্কুলের ভাবনাটা একটু হলেও কবি সত্যেন্দ্রনাথ ভাষায় "মানুষ হয়ে ওরা অমান্বষী শক্তি ধরে।যুগের আগে এগিয়ে চলে হস্তমথে গর্বভরে।"দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে হাত বাড়িয়ে তাদের মনের মতো জায়গা করে প্রয়াস নিতে চলেছে টপারস পাবলিক স্কুল।এই স্কুলের সহ প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুদ্দিন খান তুলে ধরেন সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জন ই শিক্ষা,ভীতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আনা বা বিকশিত করা ছাড়াও মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদান দিয়ে ছাত্র-ছাত্রীদের মনের মতো প্লাটফর্ম তৈরী করাই টপারস পাবলিক স্কুলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কেননা "সবার আগে ওদের গনি,পদ্মকোষের বজ্রমনি ওরাই ধ্রুব স্বমঙ্গল।"তিনি আরো জানান যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা অনেক আছে কিন্তু ‌সক্রেটিসের ভাষায় শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ এককথায় "চলি সবাই স্বপ্ন পূরণের দেশে সবার সেরা হতে"এবছর  শিক্ষাবর্ষের পথচলা শুরু হবে সবার সাথে সবার আগে ইনশাআল্লাহ। টপারস পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বলেন আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ  ছাত্র-ছাত্রীর সংখ্যা কালিয়াচক থানার মধ্যে একটি রেকর্ড যা আমাদের পরিকল্পনা বাইরে তারপরেও কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারেনি তাদেরো আমরা আগামী ২৭শে অক্টোবর সুজারপুর গার্লস হাই স্কুলে অংশগ্রহণের কথা বলেছি আলহামদুলিল্লাহ সকলের  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহোযোগিতা আশির্বাদে আমরা আজকের প্রবেশিকা পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নিতে পেরে আনন্দিত।