শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার

জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে।

হক নাসরিন বানু: মালদা
জমি বিরোধকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের দাপুটে নেতা মোহাম্মদ ইয়াসিনের ভাই হাসিম শেখ এর বিরুদ্ধে। গুলিবিদ্ধ সিন্টু শেখকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদা রতুয়া থানাতে তৃণমূল নেতা মহঃ ইয়াসইনের ভাই হাসিম শেখ সহ তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। 
রতুয়া থানার এলাকার বাহারাল সাহাপুর অঞ্চলে ১০কাঠা জমি রয়েছে সিন্টু শেখ ও তার পরিবারের। তারই পাশে জমি রয়েছে মহঃ ইয়াসইনের ভাই হাসিম শেখের। আজ সকালে সিন্টু শেখের জমিটি দখল করতে যায় হাসিম। বাধা দেয় সিন্টু। এরপরই সিন্টুকে লক্ষ্য করে গুলি চালায় হাসিম। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। আহত সিন্টুকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা  রতুয়া থানার পুলিশ। এই দিনের ঘটনা সম্পর্কে তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, এই ঘটনায় দল জড়িত নয়। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।