সিসিটিভি ফুটেজে চোর, ডেকে এনে গণধোলাই, উদ্ধারে আক্রান্ত পুলিশ,
দিদারুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সিসিটিভি ফুটেজে চোর, ডেকে এনে গণধোলাই, উদ্ধারে আক্রান্ত পুলিশ, উত্তেজনা
শিলচর ১৭ অক্টোবর:- সিসিটিভি ফুটেজ দেখে চোরকে খুঁজে বের করলেন এলাকার জনগণ, তারপর ওই এলাকায় ডেকে এনে উত্তম-মধ্যম দেওয়া হল। গণপ্রহারের খবর পেয়ে উদ্ধারে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, ভাঙলো পুলিশের গাড়ি । এল আর ও পুলিশ বাহিনী, তারপর চোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো থানায়। এমন ঘটনা ঘটলো গতকাল রাত অসমীয়া বস্তি এলাকায়।ঘটনা সূত্রপাত গত ঘটে কয়েকদিন আগে। ঐদিন অসমীয়া বস্তি এলাকায় এক মোবাইলের দোকান এবং অন্য এক মুদির দোকানে চুরি হয়। মোবাইলের দোকানের সিসিটিভি ফুটেজে চোরকে স্পষ্টতই দেখা যায়। চোর সিসিটিভি ক্যামেরা ঘোরাতে গিয়ে নিজেকে আরো স্পষ্টভাবে তুলে ধরে ক্যামেরাতে। ওই ফুটেজ দেখে এলাকার জনগণ চোর দীপ নাগকে খুঁজে বের করেন। সে তারাপুর ওভারব্রীজ সংলগ্ন এলাকায় এক ভাড়া ঘরে থাকে বলে জানিয়েছে, তার মূল বাড়ি নাকি নতুন বাজারে। বুধবার সন্ধ্যায় তাকে টোপ দিয়ে অসমীয়া বস্তি এলাকায় নিয়ে আসা হয়, এরপর শুরু হয় উত্তম-মধ্যম । গণপ্রহারের খবর পৌঁছে যায় তারাপুর পুলিশ ফাঁড়িতে, চোরকে উদ্ধার করতে তারাপুর ফাঁড়ির ইনচার্জ জোসেফ এল জাতে বাহিনী নিয়ে অকুস্থলে ছুটে আসেন। পুলিশকে দেখে জনতা আরো ক্ষেপে যায় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করে। এক উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়। তখন সদর থানার ওসি জিতুমনি গোস্বামী বিশাল বাহিনী নিয়ে ছুটে এসে চোরকে উদ্ধার করে নিয়ে যান।
জনতার অভিযোগ, পুলিশকে বিস্তারিত জানিয়ে এজাহার দেওয়া সত্ত্বেও পুলিশ এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি, এখন চোরকে উদ্ধার করতে এসেছে। জনতার বক্তব্য অনুযায়ী, চোর নাকি চাপে পড়ে তার সাথে পুলিশের যোগসাজশের কথা কবুল করেছে।