ভোটদানে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয়পত্র
দিদারুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ভোটদানে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয়পত্র
১৭ অক্টোবর : রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে আগামী ২১ অক্টোবর অনুষ্ঠেয় উপনির্বাচনে ভোটদান করার সময় ভোটারদের সচিত্র পরিচয়পত্র ব্যবহার করার আবেদন জানানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়া শুরু হয়েছে।
এক নির্দেশে বলা হয়েছে, যদি কোনও ভোটারের ভোটদানের সময় সচিত্র ভোটার পরিচয়পত্র না থাকে, তবে তাঁকে নির্বাচন কমিশনের ইস্যু করা ভোটার স্লিপের সঙ্গে ১১টি ডকুমেন্টের মধ্যে যেকোনও একটি দেখিয়ে ভোটদান করতে হবে। এই ১১টি নথি হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের প্রদান করা সচিত্র পরিচয় পত্র, ব্যাংক বা পোস্ট অফিসের সচিত্র পাসবুক, প্যান কার্ড, আরজিআই-এর ইস্যু করা স্মার্ট কার্ড, এনরেগার জবকার্ড, শ্রম মন্ত্রণালয়ের ইস্যু করা হেলথ ইন্সুরেন্স, স্মার্ট কার্ড, সচিত্র পেনশন নথি, সাংসদ ও বিধায়কদের দেওয়া সরকারি পরিচয় পত্র ও আধার কার্ড।