রাজভূমি সাহিত্য পত্রিকার প্রকাশ বীরভূমের হেতমপুরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১২ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
রাজভূমি সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যার প্রকাশ ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হল বীরভূমের হেতমপুর সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে। রাজভূমি সাহিত্য পত্রিকা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো। পত্রিকার সম্পাদক তথা বীরভূমের পাঁচড়া হাই স্কুলের শিক্ষক কল্যান দে জানান জেলার সংস্কৃতি ও ঐতিহ্য তথা কবি, লেখকদের প্রতিভাকে তুলে ধরার উদ্দেশেই এই সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ। সম্পাদক আরও জানান এই রাজভূমি সাহিত্য পত্রিকায় জেলার প্রতিভাবানদের লেখা ছাড়াও জেলা ও জেলার বাইরের অনেক প্রতিষ্ঠিত নামকরা লেখকরাও লেখেন নিয়মিত। এবারের শারদ সংখ্যায় বিভিন্ন লেখকের প্রবন্ধ, কবিতা, গল্প, অনুগল্প, গান, ছড়া প্রভৃতি সন্নিবদ্ধ করা হয়েছে।
শুধু আবেগ নয় সমাজ সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থেকে বাংলা সাহিত্যের বিকাশ ও সামাজিক উন্নয়নের সংকল্পে ব্রতী হয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শারদ সংখ্যার প্রকাশ ও সংবর্দ্ধনা জ্ঞাপন করা হল। সম্মানিত হলেন আকাশবাণীর উপস্থাপক তথা এফ.এম. রেইনবো ও এফ.এম. গোল্ড সঞ্চালক সুদীপ্ত রায়, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সব্যসাচী দেব, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বর্ণালী চট্টরাজ, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সমির রায়, বিশিষ্ট যাত্রাশিল্পী প্রয়াত অনাদি চক্রবর্ত্তী, বিশিষ্ট নাট্যাভিনেতা পরিমল ঠাকুর, বরিষ্ট নাগরিক প্রফুল্ল কুমার চট্টরাজ, বিশিষ্ট শ্রমজীবী উৎপল বাউরী ও বিশিষ্ট শিক্ষক অমূল্যরতন সিংহ। এছাড়া মৃগয়া, বর্ণালী, শুভ্রা,উন্মনা প্রভৃতি জেলা ও জেলার বাইরের প্রায় ১৪টি লিটল ম্যাগাজিন সম্পাদককেও সম্মাননা জ্ঞাপন করা হয়।
এদিন শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক সব্যসাচী দেব। সঙ্গে ছিলেন বিধায়ক নরেশ বাউরী, দুবরাজপুরের পৌরপ্রধান পীযূষ পান্ডে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণীর উপস্থাপক সুদীপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ও উপস্থাপিকা ইতি সিনহা পাল, অধ্যাপক ডাঃ তপন গোস্বামী, স্বামী সত্যশিবানন্দ মহারাজ, হেতমপুরের রাজকন্যা বৈশাখী চক্রবর্ত্তী, হেতমপুর পঞ্চায়েত প্রধান মহঃ জসিমউদ্দিন। পত্রিকার পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকার সভাপতি বর্ষীয়ান শ্রী পরিমল ঠাকুর, যুগ্ম সহ-সভাপতি অরুন বাউরী ও আলো সরকার, সম্পাদক শিক্ষক কল্যান দে, সহ-সভাপতি মলয় দত্ত সহ প্রায় শদুয়েক কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী। সম্পাদক কল্যান দের কথায় এই পত্রিকার অনুষ্ঠানের জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি। এটিই আমাদের সবচেয়ে বড় উৎসব।