সিভিক ভলেন্টিয়ারের মারে লকআপে মৃত্যু এক, ঘটনায় ভাঙচুর ফাঁড়ি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:২২ এএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
সিভিক ভলেন্টিয়ারের মারে লকআপে মৃত্যু এক, ঘটনায় ভাঙচুর ফাঁড়ির চত্বর।
মালদাঃ
সিভিক ভলেন্টিয়ারের মারে লকআপে মৃত্যু হল এক ব্যক্তির বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় উত্তেজিত জনতা ভাঙচুর চালায় মালদা মিল্কি ফাঁড়ি চত্বর। ঘটনাটি ঘটেছে মালদা মিল্কি ফাঁড়ি লকআপে বলে অভিযোগ করেছেন মৃতের আত্মীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে স্ট্যান্ডে তিন গাড়ি পুলিশ দেখে পালাতে গিয়ে ধরা পড়েন আইনুল খান (৫০) বছর বয়সী ওই ব্যক্তি। অভিযোগ স্ট্যান্ডে আইনুল খান কে ধরার পর সিভিক ভলেন্টিয়ার মারধর করতে করতে মিল্কি ফাঁড়িতে নিয়ে যান। মিল্কি ফাঁড়িতেও মারধর করা হয় আইনুল খান কে বলে অভিযোগ মৃতের পরিবারের। সিভিক ভলেন্টিয়ারের মার সহ্য করতে না পেরে মিল্কি ফাঁড়িতেই মৃত্যুর দিকে ঢলে পড়েন আইনুল খান বলে অভিযোগ স্থানীয় থেকে পরিবারের লোকজনদের। রবিবার রাতে ঘটনা সম্পর্কে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ বাবুল জানান মৃতব্যক্তি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল তিন গাড়ি পুলিশ দেখে মৃতব্যক্তি পালানোর চেষ্টা করে সাথে সাথে ধরা পড়ে সিভিক ভলেন্টিয়ারের কাছে। ঘটনাস্থলেই মারতে মারতে সিভিক ভলেন্টিয়ারেরা নিয়ে যায় মিল্কি ফাঁড়িতে। সেখানেও আবার মারধর করে আইনুল খান কে সিভিক ভলেন্টিয়ারেরা। সিভিক ভলেন্টিয়ারের মার সহ্য করতে না পেরে মৃত্যুর দিকে ঢলে পড়েন আইনুল খান। অবশেষে মৃত্যু হয় তার। সিভিক ভলেন্টিয়ারের এইরকম আচরণে ক্ষুব্ধ এলাকাবাসি থেকে মৃতের পরিবারের লোকেরা ভাঙচুর চালায় মিল্কি ফাঁড়ি চত্বর। ঘটনাস্থলে মালদা জেলা পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।