শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চোর সন্দেহে স্থানীয় লোকেদের হাতে গণপিটুনিতে আক্রান্ত দুই যুবক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার

চোর সন্দেহে স্থানীয় লোকেদের হাতে গণপিটুনিতে আক্রান্ত দুই যুবক

মালদা:
চোর সন্দেহে স্থানীয় লোকেদের হাতে গণপিটুনিতে আক্রান্ত হলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে কাজ সেরে বাড়ি ফেরার পথে এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে আক্রান্ত হয়েছেন দুই যুবক। আক্রান্ত যুবকের নাম হাইউল শেখ ও সালাম শেখ। বাড়ি মালদা কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। আহত হাইউল শেখ জানান, এদিন মালদা শহরে কাজ করতে এসেছিলেন তিনি। কাজ সেরে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে সুজাপুরের উদ্দেশ্যে গাড়ি ধরার জন্য জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ উন্মুক্ত জনতা তাদের দুইজনকে চোর সন্দেহে গণধোলাই দিতে শুরু করে। যদিও স্থানীয়দের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।