বিষধর সাপ দেখাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা শহরের রাজমহল রোড এলাক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার
বিষধর সাপ দেখাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা শহরের রাজমহল রোড এলাকা।
মালদাঃ রবিবার দুপুরের বিষধর সাপ দেখাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের রাজমহল রোড এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে মালদা শহরের রাজমহল রোড এলাকায় একটি চার দোকানে চা খেতে যান আখতার ফারুক, নৈয়ার খুদা ও তারান্নুম আল আমান,সেখানে গিয়ে দেখেন চায়ের দোকানে ঘোরাফেরা করছে একটি চন্দ্রবোড়া বিষধর মোটা সাপ। কিছুক্ষণের মধ্যে এলাকায় সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় খবর দেওয়া হয় সাপ প্রেমিক নিতাই হালদারকে। রবিবার দুপুর বারোটার সময় নিতাই হালদার ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। এই দিন সাপ প্রেমী নিতাই হালদার জানান স্থানীয় লোকেদের মোবাইলে কল পেয়ে এখানে আসি আমি এসে দেখি এখানে অনেক কটায় বিষাক্ত চন্দ্রবোড়া সাপ এলাকায় আছে। খুঁজে খুঁজে একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে। অতিসত্বর এখানকার বিষাক্ত চন্দ্রবোড়া সাপ গুলি উদ্ধার করা দরকার। না হলে যেকোনো সময় সাধারণ মানুষ বিষাক্ত চন্দ্রবোড়া সাপের ছোবলে পড়বে।তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন কোন ব্যক্তিকে যদি সাপ কাটে তাহলে তিনি যেন ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে। অতিসত্বর হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে গেলে সাপে কাটা রোগী বেঁচে যাওয়ার আশা আছে। উদ্ধার হওয়া চন্দ্রবোড়া সাপটি তিনি বনদপ্তরে জমা করবেন বলে জানান তিনি। বনদপ্তর সূত্রে জানা যায় উদ্ধার হওয়া সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।