শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লক্ষ্মী পূজা উপলক্ষে গৃহলক্ষীদের ভিড় বাজারে।

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

লক্ষ্মী পূজা উপলক্ষে গৃহলক্ষীদের ভিড় বাজারে।


মালদা:
লক্ষ্মী পূজা উপলক্ষে গৃহলক্ষীদের ভিড় বাজারে। আগামী কাল রবিবার কোজাগরী লক্ষ্মী পূজা। সেই উপলক্ষে বাজার করতে বাজারে ভিড় জমাচ্ছে মহিলারা। লক্ষ্মী প্রতিমা, ফলমূলসহ পূজার সামগ্রী কিনতে গত শুক্রবার থেকে ভিড় জমে বাজারে। মাটির তৈরি লক্ষ্মী প্রতিমার পসরা নিয়ে বিক্রেতারা হাজির ছিলেন মালদা শহরে। স্থানীয় তৈরি প্রতিমা ও জেলার বাইরে থেকে নিয়ে আসা লক্ষ্মী প্রতিমা কিনতে ভিড় করেন গৃহলক্ষীরা।১২০ টাকা থেকে সাড়ে  ৩০০ টাকা পর্যন্ত মাটির তৈরি লক্ষ্মী প্রতিমা বিক্রি হয় বাজারে। গত বছরের তুলনায় সমস্ত কিছুর দাম বেশি লক্ষী পুজোর বাজারে। যদিও সেদিকে আমল না দিয়ে লক্ষ্মী পূজার বাজার সাড়েন গৃহিণীরা। 'এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে' এই ব্রত নিয়ে আগামী রবিবার নিষ্ঠার সাথে লক্ষ্মীপূজা করবেন গৃহিণীরা। সেই কারণে শুক্রবার সকাল থেকেই ফলের বাজার, মাটির মূর্তি ও অন্যান্য পূজা সামগ্রী কিনতে ভিড় জমে বাজারে।মালদা শহরের চিত্তরঞ্জন পৌরবাজার, নেতাজি পৌরবাজার সহ অন্যান্য বাজারগুলিতে লক্ষ্মী পূজার ভিড় লক্ষ্য করা যায়।