ইমামদের একটি করে বাড়ি দেওয়ার ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকার
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
ইমামদের একটি করে বাড়ি দেওয়ার ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকার
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগান মোহন রেড্ডি “হাউস প্লট টু দি ইমামস” নামের একটি প্রকল্প চালু করেছেন।
রাজ্য আবাসন প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে স্বল্প আয়ের মসজিদের ৫০০০ টিরও বেশি ইমাম এই সুবিধা পাবেন।
অন্ধ্র প্রদেশ রাজ্য ওয়াকফ বোর্ড এই প্রকল্পটি গ্রহণের জন্য সমস্ত কম আয়ের মসজিদগুলিকে চিঠি দিয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজ্য ওয়াকফ বোর্ডের সিইও সৈয়দ শব্বার বাশা বলেছেন, যে ইমামরা আবাসন প্লট পেতে চান তাদের আধার কার্ড এবং রেশন কার্ডের দিয়ে আবেদন করতে হবে। স্কিমটি ইমামদের জন্য, যার কোনও বাড়ি নেই , তারা গ্রাম স্বেচ্ছাসেবক, পঞ্চায়েত বা ওয়ার্ড সচিবদের কাছে তাদের আবেদন জমা দিতে পারেন।