রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে নকভি
দিদারুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৪২ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে স্বার্থান্বেষীরা:নকভি
NRC নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। বলেন, মোদি সরকার নির্ভুল এনআরসিকে জাতীয় সুরক্ষা এবং জাতীয় স্বার্থ সম্পর্কিত একটি বিষয় হিসাবে বিবেচনা করে।
তাঁর কথায়, দুর্ভাগ্যজনক যে, স্বার্থান্বেষী কিছু ব্যক্তি এনআরসি ইস্যু নিয়ে বিভ্রান্তি, ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এ জাতীয় ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত।মঙ্গলবার এক জনসমাবেশে নকভি বলেন, এনআরসি কেবল মাত্র অবৈধ অনুপ্রবেশকারিদের চিহ্নিত করার লক্ষ্যে করা হয়েছে। কোনও জাতি এ জাতি লোকের টার্গেট করে নয়। অবৈধ অনুপ্রবেশকারিদের সনাক্তকরণ প্রক্রিয়ায় কোনও বৈষম্য হবে না।
তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টের তদারকিতে এনআরসি প্রক্রিয়া চলছে। এনআরসি-ছুট জনগণ তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে সুযোগ পাবে। এই ইস্যু নিয়ে কোনও সাম্প্রদায়িক রাজনীতি হওয়া উচিত নয়।