শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দূস্থদের বস্ত্রবিতরণ করলো বীরভূমের চন্দ্রপুর থানার সিভিকরা

নিজস্ব সংবাদদাতা, বীরভূম।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২০ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

 

সিভিক ভলেন্টিয়ারদের মানবিক মুখ দেখলো জেলাবাসী। শারদ উৎসবের সময় দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বীরভূমের চন্দ্রপুর  থানার ২০ জন সিভিক ভলেন্টিয়ার নিজেদের সারা বছরের টিফিনের টাকা জমা করে সেই জমা টাকায় কেনা প্রায় নতুন বস্ত্র তুলে দিলো এলাকার দূস্থদের হাতে। 
চন্দ্রপুর থানা কর্তব্যরত তাঁতিপাড়া গ্রামের কুড়ি জন সিভিক ভলেন্টিয়ার তাঁতিপাড়া গ্রামের হাটতলা সুপার মার্কেটে এলাকার ৫০ জন দূস্থ ব্যাক্তির হাতে নতুন বস্ত্রগুলি তুলে দেন। উপস্থিত ছিলেন তাঁতিপাড়া গ্রাম-পঞ্চায়েতের প্রধান মলয় রায়, তাঁতিপাড়া জাগরণ ক্লাবের সম্পাদক তথা সাংবাদিক সোমনাথ দে সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা। সিভিক ভলেন্টিয়ারদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।