সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাজী উমর আলী স্মৃতি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মঞ্চ অভীক্ষা

সানাউল্লাহ আহমেদ, কালিয়াচক মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৮ এএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

বিজ্ঞান আসলে কি?বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হয় তার কি প্রমান, প্রত্যাহিক জীবনের বিজ্ঞানের কতোটাইবা অবদান, আমরা বিজ্ঞানকে কিভাবে কতটা কি কাজে লাগাতে পেরেছি,আদৌ কি কাজে লাগাতে পেরেছি? এসকল উত্তর নিয়ে বিশেষ জ্ঞানকে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে বিজ্ঞানের উপর একটি অনবদ্য ভিত্তিপ্রস্তর গড়ার এক অন্যতম উদ্যোগ নিয়ে চলছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আধিকারিক দপ্তর। প্রতিবছরের ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার উদ্যোগে ২ রা অক্টোবর অনুষ্ঠিত হয় কালিয়াচক ১ নং বরোর হাজী উমর আলী স্মৃতি বিদ্যালয় ভবনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অভীক্ষা।এই কেন্দ্র চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।বেলা ১১ টায় এই অভীক্ষাটি শুরু ও শেষ হয় দুপুর ১২:৩০ মিনিটে।এই দেড় ঘণ্টার অভীক্ষায় কে কেমন চমকপ্রদ তুলে ধরতে পারবে সেটাই অপেক্ষায় তীর্থের কাকের মতো চেয়ে বসে আছে অভীক্ষা কেন্দ্রের বাইরে  অপেক্ষারত কয়েকশো অভিভাবক তাদের একটাই দাবি তাদের ছেলেমেয়েরা ভালো বিদ্যালয়ের শিক্ষার্থী,তাই ভালো ফল করবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শাখা মালদা জেলা অভীক্ষা কেন্দ্রের নিয়ামক ও কর্ণাধার আবু হাসান মোমিন জানান এবছর আমরা প্রায় ৬০০ ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের আওতায় আনতে পেরেছি ইনশাআল্লাহ আগামীতে একহাজার করবো ও প্রয়োজনে অভীক্ষা কেন্দ্র আরো বাড়ানো যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভীক্ষা কেন্দ্র নিয়ামক কালিয়াচক- ১ বরো বিজ্ঞান মঞ্চ জিয়াউল হক জানান অনেক গুরুজনের পরামর্শ ও সাহায্যে আমরা বিজ্ঞানের আলোর প্রদীপ জ্বালাতে ও প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় রয়েছি। উপদেষ্টা বিভাগীয় প্রধান অভীক্ষা কেন্দ্র বিজ্ঞান মঞ্চ তথা মনিরুল ইসলাম জানান প্রায় ৬০০ ছাত্র ছাত্রীদের নিয়ে আলহামদুলিল্লাহ অভীক্ষা কেন্দ্রের সকল কর্তৃপক্ষ ও কর্মীবৃন্দের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় খুব সুন্দর ও সুষ্ঠ ভাবে এই অভীক্ষাটি সম্পন্ন করতে পেরে আমারা আনন্দিত।