পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্ম জয়ন্তী উদযাপন
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্ম জয়ন্তী উদযাপন দুবরাজপুরে
আজ ৩০ শে সেপ্টেম্বর দুবরাজপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দুই শত তম জন্মজয়ন্তী উদযাপন।দুবরাজপুর ও দুবরাজপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিচালনায় এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতি ও পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুবরাজপুর ব্লক আই,সি,ডি,এসের সভাপতি ভোলানাথ মিত্র। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক সমরেন্দ্র নাথ সাতরা,অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডঃ প্রলয় নায়েক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইংরেজি ১৮২০ সালের ২৬ শে সেপ্টেম্বর এবং বাংলা ১২২৭বঙ্গাব্দের ১২ ই আশ্বিন তথা বাংলার ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিনে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগর মহাশয়ের জীবনী নিয়ে সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি স্কুল কলেজের পক্ষ থেকে ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বিদ্যাসাগর বিষয়ক আবৃত্তি, চিত্রপ্রদর্শনী, ক্যুইজ, আলোচনা সভা এবং সর্বশেষে বিদ্যাসাগরের জীবন দর্শনের উপর বাপী কুন্ডু নিবেদিত "হে মহান"নাটক পরিবেশিত হয়।এদিন আবৃত্তি সহ বিভিন্ন বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ কারি কচিকাঁচাদের পুরস্কৃত করা হয়। একান্ত সাক্ষাৎকারে কথা গুলো জানান দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ।