শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দলনের পথে উস্হি,আবার অনশনে পথে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দলনের পথে   উস্হি,আবার অনশনে পথে।

মালদা:
শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দলনের পথে নামতে চলেছে  উস্হি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনন। শিক্ষকদের দাবি পুরন না হলে আগামীতে আবার অনশনে পথে নামতে চলেছে বলে উস্হি জানালেন রাজ্য নেতৃত্ব। রবিবার শহরের নবিন হলে  উস্হির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে এভাবেই গর্জে উঠে প্রাথমিক শিক্ষক রাজ্য নেতৃত্ব
।উপস্থিত ছিলেন উস্থির রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ মহাশয় এবং সম্পাদিকা পৃথা বিশ্বাস  ও বেলা সাহা ছাড়াও  উপস্থিত ছিলেন প্রায় সমস্ত অনশনকারী, কারা বরণকারী  উস্থির সদস্য ছাড়াও  বিভিন্ন  জেলার উস্হির জেলা নেতৃত্ব । কানাই কানাই ভর্তি এই সম্মেলনে ঘোষিত পে কমিশনে শিক্ষক  বঞ্চনার বিরুদ্ধে গর্জে  উঠে ।  
অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে  উস্হির  রাজ্য কমিটির সম্পাদিকা পৃথা বিশ্বাস  বলেন,  " পেকমিশনে ও ফিটম্যান্ট নামে  রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে  তাতে শিক্ষক দের বঞ্চিত করে সরকার ঠকাচ্ছে। বেইমানি  করছে ।আমরা এই পেকমিশন মানছি না ।আমারা সরকারের  বিরুদ্ধে বৃহত্তর আন্দলনের পথে নামবো ।এবং আমরা খুব শিগগিরই নতুন করে বৃহত্তর আন্দলনের পথে নেমে পেকমিশনের বঞ্চনা ও ফিটম্যান্ট ফ্যাক্টর দাবিতে আদায় করবো।