শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হলো বিজ্ঞান মেলা

পল মৈত্র

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হলো বিজ্ঞান মেলা

,দক্ষিণ দিনাজপুরঃ

   বিজ্ঞান মেলার উদ্দেশ্য হল বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য হাতে কলমে কাজের মাধ্যমে বিষয়ের স্পষ্ট ধারণা অর্জন করা। বিজ্ঞান এর আলোকে বাস্তব জীবনে প্রয়োগ করা। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করা। বৈজ্ঞানিক আবিষ্কারে উৎসাহিত করা, শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা,বিজ্ঞানের বিষয়বস্তুর সাথে জনগণকে পরিচিত করা।                                এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভা এবং যুব কল্যাণ দপ্তর এর যৌথ উদ্যোগে ব্লক স্তরে পৌর যুব  বিজ্ঞান উৎসব পালন করা হলো  বংশীহারী উচ্চ বালিকা বিদ্যালয় এ।                      এদিনের আয়োজিত  বিজ্ঞান মেলার মূল বিষয়বস্তু ই ছিল পরিবেশের সুরক্ষা।         আধুনিক      প্রযুক্তি কে কাজে লাগিয়ে, পরিবেশবান্ধব ভাবে  ভবিষ্যতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের দিক কেই তুলে ধরা হয় ছাত্র ছাত্রী দের হতে তৈরি  বিভিন্ন কর্মশালার মাধ্যমে।               এদিনের কর্মশালায়                  জল সংরক্ষণ , ভবিষ্যতের যানবাহন প্রভৃতি বিষয় ভিত্তিক কর্মশালা গুলি দর্শকদের নজর কাড়ে।                                            মূলত বংশিহারি  ব্লকের অন্তর্গত চারটি স্কুল সকল ছাত্র-ছাত্রী এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে।       ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান মেলা কে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।